আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যশোরে মানববন্ধন করেছে বিএনপি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। বেলা সাড়ে ১১ টার দিকে জেলা দায়রা ও জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও বর্তমান সরকারের আমলে খুন, গুম ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের স্বজনরা অংশ নেন।মানববন্ধনে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যশোর জেলা শাখার নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর, অ্যাডভোকেট আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের টানা ১৫ বছরের শাসনামলে সরকার হত্যা, সন্ত্রাস, গুমের মাধ্যমে নারকীয় পরিবেশ তৈরী করেছে। দেশে একদলীয় শাসন কায়েমের মাধ্যমে সরকার বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে আটক করা হচ্ছে। এখন সরকারের শেষ সময়ে এসে সরকার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগনের ওপর লেলিয়ে দিয়ে দেশকে কারাগারে রূপান্তর করেছে।
মানববন্ধন থেকে ফ্যাসিবাদী এ সরকারের পতন নিশ্চিতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জনগনকে মাঠে নামান জন্য আহবান জানান নেতৃবৃন্দ।#