যশোরে মোটর সাইকেল যৌতুক দাবি করে গৃহবধূকে মারপিটের অভিযোগে মামলা

যশোরে প্রতিনিধি
মোটর সাইকেল কেনার জন্য যৌতুক বাবদ ২লাখ টাকা দাবি করে  যৌতুক লোভী স্বামী শরিফুল ইসলাম সয়ন তার ১৩ বছরের ঘর সংসার করা স্ত্রী মোছাঃ লিজাকে মারপিট করে ছেলে মেয়েসহ তাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় লিজা স্বামীর বিরুদ্ধে বুধবার ৬ ডিসেম্বর রাতে কোতয়ালি থানায় মামলা করেন। শরিফুল ইসলাম সয়ন যশোর শহরের ঘোপ বেলতলা ডিআইজি রোড কামারের দোকানের সামনে রতন এর বাড়ির ভাড়াটিয়া মৃত সুজাত আলী লাভলুর ছেলে। গৃহবধূ লিজা বর্তমানে যশোর শহরের শংকরপুর ভাঙ্গাগেট এলাকার মৃত আবু তালেব শেখ এর মেয়ে ও মায়ের বাড়িতে থাকে।
মামলায় তিনি উল্লেখ করেন, শরিফুল ইসলাম সয়নের সাথে ১৩ বছর পূর্বে লিজার বিয়ে হয়। বিয়ের পর লিজা এক পুত্র সন্তান ও মেযে সন্তানের জননী হন। বিয়ের ৫/৬ মাস পর থেকে স্বামী সয়ন বাদিকে ভালোভাবে দেখাশুনা করে না। অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্বামী সয়ন প্রায় সময় গৃহবধূর মাতার বাড়ি হতে টাকা পয়সা এনে দিতেবলে। ইতিপূর্বে স্বামীর সুখের কথা চিন্তা করে নগদ ১লাখ টাকা,স্বর্ণের এক জোড়া দুল, আংটি, চেইন,লকেটসহ ৪০ হাজার টাকার স্বর্ণেও মালামালসহ বাড়ির ব্যবহারের যাবতীয় আসবাবপত্র দিলেও আসামী পুনরায় যৌতুক বাবদ গৃহবধূর নিকটে আরো টাকা চাইলে লিজা দিতে অপারগতা প্রকাশ করলে গৃহবধূকে মারপিট করে ফোলা জখম করে। গত ৪ ডিসেম্বর বেলা ১১ টায় স্বামীর ভাড়াটিয়া বাসায় গৃহবধূ অবস্থান করার সময় স্বামী সয়ন গৃহবধূর কাছে মটর সাইকেল কেনা বাবদ ২লাখ টাকা যৌতুক দাবি করে। তখন গৃহবধূ স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সয়ন ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে এলোপাতাড়ীভাবে কিল,ঘুষি,লাথি মেরে লিজার চোখে,মুখে,বুকে,পিঠে শরীরের বিভিন্নস্থানে মারপিট করে ফোলা জখম করে। গৃহবধর গলা চেপে ধরে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করেন। ঘটনার সময় আশ পাশের লোকজন এগিয়ে আসার পূর্বে সয়ন গৃহবধূকে তার ছেলে মেয়েসহ বাড়ি হতে তাড়িয়ে দেয়। স্বামীর হাতে আহতর পর গৃহবধূ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করে সুস্থ্য হয়ে থানায় এসে মামলা করেন।