ঢাকা অফিস: আগামী নির্বাচনে বিচারকরা যাতে দায়িত্ব পালন করেন, সেজন্য প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে সিইসিসহ পাঁচ কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন।
পরে সিইসি সাংবাদিকদের বলেন, ‘বিচারকরা ইলেক্টরাল ইনকোয়েরি কমিটির দায়িত্ব পালন করেন। সিভিল কোর্ট ভ্যাকেশনের কারণে যাতে ওই দায়িত্বটা বন্ধ না থাকে। যদি বন্ধ থাকে, তাহলে আমাদের ওই কাজটা পিছিয়ে যাবে। জানুয়ারিতে ওঁনারা দায়িত্ব পালন করবেন আগের মতো করেই। এই টুকুই আলোচনা হয়েছে। তিনি বলেছেন, এটা অবশ্যই বিবেচনায় রাখবেন।
বর্তমান একাদশ সংসদের মেয়াদ প্রায় শেষ। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ভোট হতে হবে এ বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে।
এখনও ভোটের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন কমিশন বলছে, নভেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল আর জানুয়ারির শুরুতে হতে পারে ভোট।