ছাত্র-ছাত্রীদের মাঝে অবহিতকরণ সভা ও কমিউনিটিতে উঠোন বৈঠক অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি 
মানবাধিকার সংগঠন ৱাইটস যশোর’ৱ আয়োজনে ও দাতা সংস্থা বনো ও চান্স সুইস, জার্মানি এৱ অর্থায়নে পরিচালিত “কমব্যাটিং ট্রাফিকিং এন্ড এম পাওয়ারিং ওমেন থ্রো প্রোভাইডিং প্রটেকশন সার্ভিসেস অব হিউম্যান ট্রাফিকিং সারভাইভারস ইন সাউথওয়েস্ট রিজিয়ন অব বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শার বাহাদুরপুর ইউনিয়ন অধীন গতকাল সকালে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়েৱ বিভিন্ন শ্রেণী ছাত্র-ছাত্রীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ পারভেজ কর্মসূচিৱ উদ্বোধন ঘোষণা করেন। এরপর প্রকল্পের কাউন্সেলর মো: বজলুৱ রহমান স্বাগত বক্তব্যসহ সংক্ষিপ্ত আকারে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন। এরপর মূল কর্মসূচি মানব পাচারের উপরে ভিডিও শো প্রদর্শনসহ পরিচালনা করেন প্রকল্পের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান। ভিডিও শো প্রদর্শনের মাধ্যমে কোমলমতি শিশুরা মানব পাচার বিষয়ে কি কি জানতে পেরেছে সে বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়েৱ সভাপতি বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান। কুইজ প্রতিযোগিতায় পাঁচ জন ছাত্র-ছাত্রীকে বিজয়ী ঘোষণা করা হয়। এৱপর চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সমাপনী বক্তব্যে তিনি মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে ভিডিওসহ থেকে লব্ধজ্ঞান সকলকে কাজে লাগানোর তাগিদ দেন। তিনি আৱো বলেন, মানব পাচার একটি জঘন্যতম কাজ এটাকে সমাজ থেকে বিনাশ রাইটস যশোর’র সাথে সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের জঘন্যতম কাজ সমাজ থেকে থেকে উৎখাতের লক্ষ্যে রাইটস যশোর তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক যেসব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সেটা আসলেই প্রশংসার দাবি ৱাখে। তিনি ছাত্র-ছাত্রীদের বাল্য বিবাহ ও মানব পাচার পরস্পর সম্পৃক্ত তাই এ বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানান। কর্মসূচিতে শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। অপরদিকে একইদিন বিকেলে ইউনিয়নের মানকিয়া গ্রামের আলমগীর হোসেনেৱ বাড়িতে ৱাইটস যশোর’র গঠনকৃত ইউনিয়ন সিটি ডব্লিউ সদস্যর আয়োজনে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয় ।এতে প্রকল্পের কাউন্সেলর মো: বজলুৱ রহমান ও তথ্য অনুসন্ধান কর্মকর্তা মোঃ তৌফিকুজ্জামান উপস্থিত থেকে কমিউনিটি থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে মানব পাচারের ভয়াবহতা বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনাৱ এক পর্যায়ে দালালের খপ্পরে পড়ে বিদেশ থেকে প্রতারিত হয়ে ফিৱে আসা স্থানীয় জনৈক যুবক তার জীবনে ঘটে যাওয়া ঘটনার আংশিক বিবরণ দেন। পৃথক কর্মসূচি দুটিতে ৱাইটস যশোর’র গঠনকৃত ইউনিয়ন সি টি ডব্লিউ এফ সদস্য লাকি খাতুন ও শিলা খাতুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ প্রকল্পটি যশোর জেলার শার্শা উপজেলাধীন বাহাদুরপুর ও বেনাপোল এবং নড়াইল সদরের শেখহাটি ও তুলারামপুর ইউনিয়ন এলাকায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।