চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোক দিবস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) উপজেলার হাকিমপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডা: নাসির উদ্দীন এমপি। এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশকে বাচাতে ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার নিশ্চিত করতে আবারো নৌকায় ভোট চান। তিনি বলেন, “বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের চেতনার কৃষি খাতসহ সব সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এম এ করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক হাশেম আলী, চৌগাছা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সম্পাদক মিকাইল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল, আজমির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মহিবুল ইসলাম। এরপর তারই পরিচালনায় সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।