যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১০ হাজার ৩৫৫ পরীক্ষার্থী

যশোর প্রতিনিধি: সারাদেশের মতো গতকাল বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলে। এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানিয়েছেন, খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে এবার এক লাখ ১০ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে রয়েছে ৫৫ হাজার ২১৩ ও মেয়ে ৫৫ হাজার ১৪২ জন। মেয়েদের তুলনায় ছেলে ১৭১ জন বেশি। নিয়মিত পরীক্ষার্থী ৯৮ হাজার ৭৩৭ । অনিয়মিত ১১ হাজার ৩৯৯।
তিনি আরও জানান, এবার অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সেই সঙ্গে শিক্ষার্থী ভর্তির হারও অনেক। যার কারণে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি।#