আমদানি কমে যাওয়ায় বেনাপোলে বেড়েছে পেয়াজের দাম  

যশোর প্রতিনিধিঃ 
 আমদানি কমে যাওয়ায় বেনাপোলে আবারও বেড়ে গেছে পেয়াজের দাম। প্রতি কেজিতে বেড়েছে ১৫থেকে ২০টাকা।
বেনাপোল নাভারন ও শার্শায় সবজির বাজারে গত তিনদিন আগে প্রতিকেজি ভারতীয় পেয়াজ ৪০/৪৫ টাকায় বিক্রি হয়েছে। সোমবার একই পেয়াজ বিক্রি হচ্ছে ৬০থেকে ৬৫টাকায়। আর দেশি পেয়াজ বিক্রি হচ্্েছ ৭০টাকায়। ভারতীয় পেয়াজ আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যাবসায়িরা।
বেনাপোল স্থলবন্দর দিয়ে গত তিনদিন আগে প্রতিদিন ৩ সথেকে ৪ট্রাক ভারতীয় পেয়াজ আমদানি হলেও গত ৩দিনে এসেছে মাত্র ৩ ট্রাক পেয়াজ। তবে পেয়াজ আমদানি চলমান আছে বলে জানান বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল।