শত কন্ঠে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশ ও মহত্ত্ব কোমলমতি শিশু এবং তরুণ প্রজন্মের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে প্রত্যয় থিয়েটার, যশোর আয়োজন করছে স্কুল-কলেজ ভিত্তিক আবৃত্তি কর্মশালা  “শত কন্ঠে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৩”। তার ধারাবাহিকতায় মুরলি হাজী মহসীন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর স্কুলে দুইদিন ব্যাপী আবৃত্তি কর্মশালার আজ ৭ আগষ্ট দুপুর ১:৩০ মিনিটের উদ্বোধন করেন মুরলি হাজী মহসীন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সামিমা সুলতানা। তিনি বলেন, বঙ্গবন্ধু আর্দশ মহত্ত্ব ছড়িয়ে দিতে এই আয়োজন প্রসংসার দাবি রাখে। আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের সুস্থ সংস্কৃতির চর্চায় আবৃত্তি কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি। স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান খাতুন।

আবৃত্তি কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় থিয়েটার, যশোরের সভাপতি শিপন চৌধুরী। তিনি বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  আদর্শে তার স্বপ্নের সোনার বাংলা গড়ায়  শিল্প-সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখতে চাই। সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন  ” শত কন্ঠে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৩”। বিগত দিনেও বেশ কয়েটি স্কুলে আমরা এই আয়োজন করেছি আগামীতেও যশোর সদরের প্রতিটা স্কুলে এই আয়োজনে পরিকল্পনা আছে। সর্বশেষ ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে আমাদের আয়োজনটি করার সুযোগ করে দেওয়ার জন্য।