যশোরে ভূমি দস্যুরা আদালতের রায়কে উপেক্ষা করে জাল দলিলের উপর ভর করে জমি ভোগ দখল অব্যাহত রেখেছে

যশোর প্রতিনিধিঃ 
ভূমি দস্যুরা আদালতের মামলা মোকদ্দমা ও রায়কে উপেক্ষা করে এক নিরীহ ব্যক্তির ৫শ’ ৬২শতক জমি জাল দলিল সৃষ্টি করে জোর জবল দখল করে ভোগ করার অভিযোগ উঠেছে। আদালতের রায় নিয়ে ভূমি দস্যুদের কাছে জমি ফেরত চাইতে গেলে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায় মারপিটসহ খুন জখমের হুমকী দিচ্ছে। এ ব্যাপারে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝিকরগাছায় থানায় অভিযোগ দিয়েছে নিরীহ ব্যক্তি মহাতব মন্ডল। ঘটনাটি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী (বাবু পাড়া) বর্তমানে সদীরালী গ্রামে।
ওই গ্রামের মৃত ইউনুছ আলী মন্ডলের ছেলে মহাতব মন্ডল অভিযোগে বলেছেন,ওই উপজেলার গদখালী (বাবু পাড়া) গ্রামের মৃত আকবর আলীর ছেলে ভূমি দস্যু হাবিবুর রহমান,একই গ্রামের ছাবেদার ছেলে মশিয়ার রহমান, মৃত হোসেন মাষ্টারের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম, মৃত গণি মন্ডলের ছেলে আইয়ূব মাষ্টার,বেনেয়ালী গ্রামের মৃত বদরদ্দিন মোড়লের ছেলে আব্দুল মজিদ গ্রামের প্রতিবেশী ও খুব খারাপ ও উচ্ছৃংখল প্রকৃতির লোক। আসামীরা নিরীহ মহাতব মন্ডলের প্রতিবেশী হওয়ায় তাদের স াথে জমি জায়গা বিষয় নিয়ে বাদির দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বাদির গদখালী মৌজায় দাগ নং২৭২৫,২৭১২,২৭০৯,২৭৮২,১৩৫৪,২৭২৪,২৭২৫,২৭২১ মোট ৪৩৭ শতক এবং বেনেয়ালী মৌজায় ১১৯,১২৩,২৬১,২৭০ মোট ১২৫ শতকসহ সর্বমোট ৫৬২ শতক জমি রয়েছে। সংঘবদ্ধ জমি দখলকারী শক্তিশালী হওয়ায় জাল দলিল করে গায়ের জোরে জোর পূর্বক বাদির জমি দখল করে রেখেছে। জাল দলিলের মাধ্যমে জমি দখল করার কারনে নিরীহ মহাতব মন্ডল বাদি হয়ে বিজ্ঞ আদালত যশোরে দখলকারীদের বিরুদ্ধে মামলা করেন। যার নং ৭৯/৯৯,৫৫৩/১৩ ও ২৬/১৯৯৮ইং। অভিযোগে বাদি আরো উল্লেখ করেছেন,বিজ্ঞ আদালতের বিচারক মামলার রায় জমির মালিক মহাতব মন্ডলের পক্ষে দেন। আদালতের রায় আসামীরা অমান্য করে জাল দলিলের মাধ্যমে উল্লেখিত দাগের জমি জোর জবর দখল করে রেখেছে। বাদি আদালতের রায়ের কপি নিয়ে জমি চাইলে আসামীরা বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতে থাকে। সর্বশেষ নিরীহ মহাতব মন্ডল আদালতের রায় নিয়ে এলাকায় ভূমি দস্যু হিসেবে খ্যাত হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে তার জমি চাইলে হাবিবুর রহমানসহ তার সহযোগীরা বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদি তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ভূমি দস্যুরা একত্রিত হয়ে বাদিতে মারতে উদ্যত হয় এবং বাদির জমি দিবেনা বলে প্রকাশ্যে হুমকী ধামকী দিতে থাকে। বাদি কোন উপায়ূন্তর না পেয়ে আদালতের রায় নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।#