যশোরে নগদ কোম্পানীর কর্মকর্তা কর্তৃক তিন  লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে মামলা

বিশেষ প্রতিনিধি
ফাইনেক্স ডিস্ট্রিবিউশন লিমিটেড(নগদ) এর ডাইরেক্ট সেলস অফিসার ছোহাইব ইসলাম রুমি প্রতিষ্ঠানের নগদ  ৩লাখ ২০ হাজার টাকা আত্মসাত করায় মামলা হয়েছে। রুমি যশোর শহরের লোহাপট্টি এলাকার শেখ নুরুল ইসলাম খোকনের ছেলে। সোমবার দিবাগত গভীর রাতে যশোর কোতয়ালি থানায় মামলাটি করেন, কোম্পানীর লিগ্যাল এন্ড রিক্স ম্যানেজমেন্ট,ফাইনেক্স ডিস্ট্রিবিউশন লিমিটেড (নগদ) এর এ্যাসিস্টেন্ট ম্যানেজার রকিত হোসেন।
মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ১২ ফেব্রুয়ারী তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়ের অধীন ফাইনেক্স ডিস্ট্রিবিউশন লিমিটেড (নগদ)-এ ডাইরেক্ট সেলস অফিসার হিসেবে ছোহাইব ইসলাম রুমিকে নিয়োগ প্রদান করেন। নিয়োগ প্রাপ্তির পর রুমি কোম্পানীর বিধি বিধান মেনে নিজ দায়িত্ব পালন করে আসছিল। অথচ গত ৭ মে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত লেনদেনকৃত টাকার হিসাব রুমি অত্র কোম্পানীর যশোর জেলা অফিষ তথা ফাইনেক্স ডিস্ট্রিবিউশন লিমিটেড (নগদ) এম,এম আলী রোড যশোর ইন্সটিটিউট সরকারী প্রাথমিক বিদ্যালয় গলি,ফিরোজ কবির এর বিল্ডিং এর ৩য় তলা,মাইকপট্টি যশোরে এসে অফিসের একাউন্ট অফিসার ওমর ফারুক এর নিকট হিসাব প্রদান কালে ৩লাখ ২০ হাজার টাকা ঘাটতি পাওয়া যায়।  এ ব্যাপারে রুমিকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত টাকা বিশ^াস ভঙ্গ পূর্বক প্রতারণা করে আত্মসাতের কথা স্বীকার করে এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তার সামনে উক্ত টাকা পরের দিন ৮ মে  ৩শ’ টাকার জুডিসিয়াল স্ট্যাম্পে উল্লেখিত টাকা  আত্মসাতের বিষয়টি লিখিত স্বীকার করে ৮জুন তারিখের মধ্যে ফেরত প্রদান করবে বলে অঙ্গীকার করে স্ট্যাম্পে স্বাক্ষর করেন। কিন্তু ৮জুন  পার হলেও সে টাকা ফেরত দেয়নি। কোম্পানীর কর্মকর্তা গত ২৭ জুলাই নোটিশ প্রদান করলেও টাকা ফেরত দেয়নি। ৩০  জুলাই কোম্পানীর দু’জন কর্মকর্তা সকাল ১০ টায় শহরের ল্যাবস্ক্যানের নীচে রুমিকে পেয়ে টাকা ফেরত দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। অত্র বিষয় নিয়ে আইনী পদক্ষেপ গ্রহন করলে খুন জখম করবে বলে হুমকী দেয়। উপায়ূন্তর না পেয়ে রুমির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন।