যশোরে জায়গা জমি নিয়ে হামলা নগদ টাকা ও মোবাইল লুটের ঘটনায় ৭ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি
জায়গা জমি নিয়ে পূর্বের শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে বাড়িতে ঢুকে গালিগালাজ করলে প্রতিবাদ করায় এক পরিবারের পিতা,মাতা দুই ভাইকে কুপিয়ে পিটিয়ে জখম করে নগদ ১লাখ ১৫ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এ ঘটনায় পুরুষ নারীসহ ৭ জনের নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ২৫ জুলাই রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্যার ছেলে রমজান আলী। মামলায় আসামী করেন, প্রতিবেশী সন্ত্রাসী আব্দুস ছাত্তারের ছেলে সাদ্দাম হোসেন,সহোদর শাকিল হোসেন, সাব্বির হোসেন,মৃত আলী বক্সের ছেলে আব্দুস ছাত্তার,মৃত এলাহী বক্সের ছেলে আব্দুল হক, আব্দুল হকের মেয়ে রেখা খাতুন, আব্দুস  ছাত্তারের স্ত্রী রেহেনাসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
মামলায় বাদি উল্লেখ করেন, আসামীদের সাথে বাদির পরিবারের জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।  পূর্ব শত্রুতার জের ধরে আসামীগন বাদিকে ও তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকী প্রদর্শন করে আসছে। গত ২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মামলার এজাহার নামীয় আসামীসহ  অজ্ঞাতনামা ৪/৫জন সন্ত্রাসী গাছী দা,হাসুয়া,কুড়াল,লোহার রড,বাঁশের লাঠি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদির বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে বাদিকে ও বাদির পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদির পিতা আব্দুল লতিফ প্রতিবাদ করলে সাদ্দাম হোসেন হাসুয়া দিয়ে খুন  করবার উদ্দেশ্যে কোপ মারলে মুখের সামনে মাঝ বরাবর লেগে গুরুতর ঠোট কাটা রক্তাক্ত জখম হয় এবং দাঁতের উপরের ও নীচের পাটির ৪টি দাঁত নড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। বাদির পিতা মাটিতে পড়ে গেলে সাদ্দাম হোসেন পুনরায় হাসুয়া দিয়ে ডান পায়ের হাটুর নিচে কোপ মেরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাদি ও তার ভাই শিমুল এগিয়ে আসলে সকল আসামীরা বাদিকে ও বাদির ভাই শিমুলকে বাঁশের লাঠি,লোহার রড,শাবল দিয়ে এলোপাতাড়ী মারপিট করে বাদি ও তার ভাইয়ের পায়ে,বুকে,হাতে,পিঠে,মাথায় কাটা রক্তাক্তজমাট জখম করে। শাকিল শিমুলের প্যান্টের ডান পকেটে থাকা রেডমি মোবাইল ফোন যার মূল্য ৩০ হাজার টাকা ও তার প্যান্টের পকেটে থাকা ইট ক্রয়ের নগদ ১লাখ ৩হাজার টাকা ও বাদির কাছে থাকা সিমফোনি মোবাইল ফোন যার মূল্য ৯ হাজার টাকা ও নগদ ১১ হাজার টাকা সাব্বির নিয়ে যায়। বাদির মাতা আমেনা বেগম এগিয়ে আসলে আসামীরা বাদির মাকেও এলোপাতাড়ী মারপিট করতে থাকে। আব্দুস ছাত্তার, আব্দুল হক বাদির পিতার ঘরে অনধিকার প্রবেশ করে বাদির বসত বাড়ির দলিল নিয়ে যায়।বাদির পরিবারের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা তাদের সামনে বাদির পরিবারকে খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত বাদির পিতা আব্দুল লতিফ,ভাই শিমুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।