যশোর প্রতিনিধি
বুধবার থেকে যশোরে ষ্টেড়িযামে অনুষ্টিত হবে ২২ দলীয় সপ্তম জাতীয় পুরুষ ও মহিলা খো খো চ্যাম্পিয়নশীপ। তিন দিন ব্যাপী চলবে এ খেলা। সকাল ৯টায় এ খেলার উদ্বোধন করবেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় যশোর জেলা ক্রীড়া সংস্থা ও খো খো পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খো খো পরিষদের সভাপতি শাহ কামাল। এ খেলায় দেশের বিভিন্ন জেলার ২২টি দল অংশ গ্রহণ করবে। যার মধ্যে ১৩টি পুরুষ দল ও ৯টি নারী দল ।
খো খো পরিষদের সভাপতি শাহ কামাল বলেন, খো খো খেলাটি আগে জাতীয় পর্যায়ে খেলা হতো। এ খেলার প্রসারের জন্য জেলা পর্যায়ে এ খেলার আয়োজন করেছি। যাতে গ্রাম অঞ্চলের উদীয়মান খেলোয়াররা উঠে আসে। যারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলা করতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সহ-সভাপতি মুত্তাদির বেলাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুর কবির, সাধরণ সম্পাদক আকসাদ ছিদ্দিকী সৈবলসহ প্রমুখ।
এদিকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন কর্মকর্তারা। আজ থেকে এ খোলা শুরু হলেও এথনও কেন যশোর জেলা দল ঘোষণা করেনি এমন প্রশ্নের জবাবে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুর কবির বলেন, আজই চূআন্ত দল ঘোষনা করা হবে। জাতীয় চ্যাম্পিয়নশীপমতে বড় আসরে তো দেরিতে দল গঠন নিয়ে ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্নে জম্ম দিয়েছে। তারা মনে করেন খেলোয়ার যাচাই-বাচাইয়ে ধীরগতি প্রমাণ করে তারা এ খেলার প্রতি কতটা আন্তরিক।