যশোরে ইয়াবা ও গাঁজা উদ্ধার এক নারীসহ গ্রেফতার-৫

বিশেষ প্রতিনিধি
পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে গত ১২ ঘন্টায় এক নারীসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় তাদের দখল হতে ৮০পিস ইয়াবা ও সাড়ে ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর গ্রামের বর্তমানে যশোর শহরতলী নীলগঞ্জ (মেস সুপারী বাগান মুক্তা আপর বাসা) শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান,শহরের রেলগেট (পশ্চিম অংশ) চাঁন গাজীর স্ত্রী ও মৃত আপেল উদ্দীনের মেয়ে আনোয়ারা বেগম,সদর উপজেলার নরেন্দ্রপুর মোল্যাপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে তরিকুল ইসলাম,যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকার ২২৭ শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে কাসেম এর বাড়ির ভাড়াটিয়া মৃত ইউসুফ ভূঁইয়ার ছেলে মারুফুল ইসলাম সাজু ও যশোর শহরের বারান্দীপাড়া বিম্বাসপাড়ার মৃত শেখ  আব্দুল আজিজের ছেলে আসাদুজ্জামান টগর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার ২৪ জুলাই দুপুরে শহরের রেলগেট পশ্চিম পাড়াস্থ মৃত আপেল উদ্দিন মোল্লার মেয়ে মোছাঃ মনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় মনোয়ারা বেগম পালিয়ে গেলেও তার ঘরে থাকা আসাদুজ্জামান টগরকে ৮০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে,সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, সোমবার ২৪ জুলাই বিকেলে শহরের নড়াইল বাসস্ট্যান্ড টিকিট কাউন্টারের দক্ষিণ পাশের্^ ফাকা জায়গায় অভিযান চালিয়ে মারুফুল ইসলাম  ওরফে সাজুকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা  উদ্ধার করে। কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ সোমবার ২৪ জুলাই রাত সোয়া ১০ টায় নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া গ্রামস্থ খুলনা যশোর মহাসড়ক সংলগ্ন বস ইট ভাটার সামনে থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ সোমবার বিকেল আনুমানিক পৌনে ৬ টায় সরকারি এমএম কলেজের দক্ষিণ গেটের সামনে কলাবাগান পাড়া প্রবেশের গলির মুখ থেকে আনোয়ারা বেগমকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার দেখায় ও কোতয়ালি থানার এক এএসআইসহ একদল পুলিশ সোমবার ২৪ জুলাই রাত ৮ টায় নড়াইল বাসস্ট্যান্ডের পাশে কোকো হোটেলের নীচে জনৈক গোলাম রসুলের চা পান দোকানের সামনে থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২৫ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা পাঁচটি মামলা হয়েছে। #