যশোরে বাক প্রতিবন্দ্বি ব্যক্তির অটোভ্যান  চুরি দেড়মাস পর উদ্ধার গ্রেফতার-১

বিশেষ প্রতিনিধি
গত ৩০ মে প্রকাশ্যে বাক প্রতিবন্দ্বি ব্যক্তির কাছ থেকে কৌশলে ৬০ হাজার টাকা অটো ভ্যান চুরি চক্রের এক সক্রিয় সদস্যকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার দখল হতে চুরি করা অটো ভ্যান উদ্ধার করেছে। গ্রেফতারকৃত প্রতারক চক্রের সক্রিয় সদস্য হচ্ছে,নড়াইল জেলার সদর উপজেলার জুড়লিয়া গ্রামে বর্তমানে যশোর অভয়নগর থানার বাগুটিয়া গ্রামের মৃত লাল মিয়া বিশ^াসের ছেলে মিরাজ বিশ^াস। এ ঘটনায়  কোতয়ালি থানায় সোমবার ২৪ জুলাই দুপুরে কোতয়ালি থানায় গ্রেফতারকৃত মিরাজ বিশ^াস ও পলাতক দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামীরা হচ্ছে,যশোর সদর থানার নরেন্দ্রপুর আমদুলিয়া গ্রামের মঙ্গল আলী ওরফে মকবুলের ছেলে বাদশা মিয়া ও নরেন্দ্রপুর পুরাতন পাড়ার  মৃত আব্দুল মালেক সরদারের ছেলে রাসেল সরদার।
মামলায় বাক প্রতিবন্দ্বি আব্দুল লতিফের স্ত্রী রিনা বেগম গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলায় উল্লেখ করেন,গত ৩০ মে সকালে তার বাক প্রতিবন্দ্বি স্বামী আব্দুল মালেক তার অটো ভ্যান নিয়ে পালবাড়ী মুর্তির মোড়ে বেলা ১১ টায় অবস্থান কালে অজ্ঞাতনামা ৩জন ব্যক্তি তার ভ্যান ভাড়া নেওয়ার কথা বলে দু’জন মোটর সাইকেলে একজন তার স্বামীর কাছে এসে ডেকে একটি দোকানের মধ্যে নিয়ে যায়। সেখানে তার সাথে কথা বার্তা বলার এক পর্যায় ১০ মিনিট পর আব্দুল লতিফ তার রাখা অটো ভ্যাটের কাছে এসে দেখে অটো ভ্যান নেই। দ্রুত উক্ত দোকানে যেয়ে দেখেন ডেকে যাওয়া লোকটি নেই। বিষয়টি সে কান্নাকাটি করে বাড়িতে চলে আসে। পরে বিষয়টি জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশে অভিযোগ দায়ের করেন। ডিবি পুলিশ রোববার ২৩ জুলাই বিকেলে অভয়নগর উপজেলা থেকে মিরাজ বিশ^াসকে চুরি যাওয়া অটো ভ্যানসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক সহযোগীদের নাম জানতে পারেন।  সোমবার সকালে বাদী খবর পান ডিবি পুলিশ তার বাক প্রতিবন্দ্বী স্বামীর কাছ থেকে নেওয়া অটোভ্যানসহ গ্রেফতার হয়েছে। ডিবি অফিসে সোমবার সকালে এসে দেখেন অটো ভ্যান তার স্বামী আটক মিরাজকে দেখে চিনে ফেলেন।