যশোরে ব্যবসায়ীকে মারপিট ভাঙচুর চারজনের নামে মামলা 

যশোর অফিস যশোরে মিজানুর রহমান নামে এক লুব্রিকেন্ট ব্যবসায়ীকে মারপিট, দোকান ভাংচুর ও টাকা লুটের ঘটনায় চারজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তিনি ঢাকা রোড তালতলা এলাকার বাসিন্দা। এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, বারান্দী মোল্লাপাড়া এলাকার আরিফ হোসেন ও একই এলাকার নাসির হোসেন। পলাতক আসামিরা হলেন আটক নাসিরের ভাই ওয়াসিব ও একই এলাকার শিমুল হোসেন ।
মামলায় মিজানুর রহমান উল্লেখ করেছেন, তার ঢাকা রোড তালতলায় ওয়েসিস পেট্রোলিয়াম নামে একটি দোকান আছে। আসামি আরিফের সাথে তার বিভিন্ন সময় লুব্রিকেন্ট ব্যবসা নিয়ে লেনদেন ছিলো। তিনি বিভিন্ন সময় বিকাশের মাধ্যেমে টাকা পরিশোধ করেছেন। তারপরও আসামি ভুয়া ভাউচার তৈরি করে তার কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বিভিন্ন সময় তাকে মারপিটসহ ক্ষতির হুমকি দিতো। গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে আসামিরা আরো অজ্ঞাত ১০/১৫জনকে সাথে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এবং টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তার দোকানে থাকা নগদ কালেকশন ৮২ হাজার টাকা দিয়ে নেয়। বাঁধা দিলে মারপিট করে। সে সময় তার প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার পিকুল হোসেন (৩২) ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। এবং ক্যাশ বাক্স থেকে কোম্পানির কালেকশনের আরো ৪০ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। পরে হত্যার হুমকি দিয়ে চলে যায়। #