যশোরে যাত্রীবেসে অটো রিক্সা ছিনিয়ে নেয়ার সময় দুই দুর্বৃত্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ 

যশোর প্রতিনিধি: যাত্রীবেসে ভাড়া নিয়ে চালককে মারপিট করে অটো রিক্সা ছিনিয়ে নেয়ার সময় দুই দুর্বৃত্তকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত বুধবার বেলা ১১টার দিকে যশোরের চাঁচড়া শিব মন্দিরের সামনে এই ঘটনার পর ভুক্তভোগী তবিবর রহমান গাজী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলায় হয়েছে।
আটককৃতরা হলো, শহরের খড়কী রেল লাইনের পাশে জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান ইমন (২২) ও শহরতলীর মন্ডলগাতি গ্রামের ঢাকাইলে পাড়ার মনোয়ারের বাড়ির ভাড়াটিয়া ইসমাইল গাজীর ছেলে সুমন হোসেন রানা (২৩)।
বাদী তবিবর রহমান গাজী শহরতলীর শেখহাটি এলাকার বাসিন্দা। গত বুধবার রাত ১১টার দিকে তার অটো রিক্সায় শহরের জিলা স্কুলের সামনে থেকে অজ্ঞাতনামা দুইজন যাত্রী চাঁচড়া শিব মন্দিরের সামনে যায়। এসময় একজেন পিছন থেকে তার গলা ও মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। অপরজনে রিক্সাটি চালিয়ে টার্মিনালের দিকে যেতে থাকে। এসময় চালক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই দুইজনকে ধরে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। ওই রাতেই এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে বৃহস্পত্বিার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।