যশোরে যৌতুক দাবির অভিযোগে ব্যাংক কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

যশোর প্রতিনিধি 
যৌতুক দাবির অভিযোগে ব্যাংক কর্মকর্তা স্বামী কাজী সাদিকুর রহমানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার স্ত্রী। বুধবার যশোর শহরের চুড়িপট্টির জাকির হোসেনের মেয়ে তাসিন ফাতিহা বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। কাজী সাদিকুর রহমান সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের কাজী আনিছুর রহমানের ছেলে। তিনি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রধাণ ব্যাঞ্চের ট্রেড অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২২ মে পারিবাকি ভাবে ফাতিহাকে বিয়ে করেন আসামি সাদিকুর। বিয়ের আগে আসামি সাদিকুর নগদ দুই লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। পরবর্তীতে তিনি যৌতুক ছাড়াই বিয়ে করেছিলেন ফাতিহাকে। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। বেশ কিছুদিন ধলে সাদিকুর রহমান তার স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। নির্যাত সহ্য করে ফাতিহা সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্বামীর সংসার করে আসছিলেন। দুই মাস আসে সাদিকুর রহমান তার স্ত্রীর কাছে যৌতুকরে ২ লাখ টাকা দাবি করে না পেয়ে স্ত্রীকে পিতার বাড়ি তাড়িয়ে দেন। গত ১ জুলাই সাদিকুর রহমানকে সংবাদ দিয়ে যশোর আনা হয়। যৌতুকের দাবি পরিহার করে সংসার করার অনুরোধ করা হলে তিনি যৌতুক ছাড়া তার স্ত্রীকে নিবেনা বলে জানিয়ে চলে যান। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি স্বামীর বিরুদ্ধে আদালতে এ মামলা করেছেন।