যশোরে সেনা সদস্যকে ছুরিকাঘাত করে নগদ ২লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ্যে সদর উপজেলার কোদালিয়া বাজারে জাহিদ হাসান (২৪) নামে এক সেনা সদস্যকে পূর্ব শত্রুতারর জের ধরে গতিরোধ করে  ছুরিকাঘাত করে নগদ ২লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই সন্ত্রাসীর নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১১ জুলাই সকালে মামলাটি করেন, সদর উপজেলার ২নং লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মকছেদ আলীর স্ত্রী মোছাঃ রিজিয়া বেগম। মামলায় আসামী করেন,সদর উপজেলার কোদালিয়া গামের আজিজুল মাষ্টারের ছেলে চঞ্চল হোসেন ও একই গ্রামের শামসুর রহমানের ছেলে রাশেদ হোাসেনসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
মামলায় আহত যুবকের মাতা রিজিয়া বেগম উল্লেখ করেন,তার ছেলে জাহিদ হাসান (২৪) বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে চাকুরী করেন। আসামীরা জাহিদ হাসানে পূর্ব পরিচিত। চঞ্চল যশার বিআরটিএ অফিসের দালাল হিসেবে বিভিন্ন কাজ করেন। বাদির ছেলে ড্রাইভিং লাইসেন্স করার জন্য চঞ্চলের নিকট কাগজপত্র ও নগদ ১২ হাজার টাকা দেয়। চঞ্চল জাহিদ হাসানকে  ১ মাসের মধ্যে তার ড্রাইভিং লাইসেন্স করে দিবে বলে কথা থাকে। কিন্তু প্রায় ১ বছর অতিবাহিত হলেও সে জাহিদ হাসানের ড্রাইভিং লাইসেন্স দিতে ব্যর্থ হওয়ায় বাদির ছেলে অন্যভাবে ড্রাইভিং লাইসেন্স করে। জাহিদ হাসানের ড্রাইভিং লাইসেন্স করার কথা জানতে পেরে চঞ্চল জাহিদ হাসানের নিকট টাকা দাবি করে। জাহিদ হাসান টাকা দিতে রাজী না হওয়ায় সে বাদির ছেলেকে মারপিট করার হুমকী দেয়। জাহিদ হাসান গত ৮ জুলাই সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ি হতে নগদ ২লাখ টাকা বাদির জামাই হারুন অর রশিদ মিঠুকে দেওয়ার জন্য বাহাদুরপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে কোদালিয়া বাজারের মোড়ে সেলুনের দোকানের সামনে পৌছালে চঞ্চল হোসেন ও রাশেদ হোসেন এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪জনদের সাথে নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক ধারালো চাকু, লোহার রডসহ জাহিদ হাসানের পথের গতিরোধ করে তার উপর অর্তকিত আক্রমন করে চঞ্চল হোসেন জাহিদ হাসানকে ছুরিকাঘাত করে মাথার মাঝখানে আঘাত করে রক্তাক্ত জখম করে। জাহিদ হাসান মাটিতে পড়ে গেলে রাশেদ হোসেন তার থুতনীর নীচে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। চঞ্চল জাহিদ হাসানের প্যান্টের পকেটে থাকা নগদ ২লাখ টাকা ছিনিয়ে নেয়। বাদির ছেলের ডাক চিৎকারে রাসেল ও রাতুল ঠেকাতে গেলে আসামীরা তাদেরকেও মারপিট করে জখম করে। আসামীরা জাহিদ হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকী  দিয়ে  টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন জাহিদ হাসানকে রক্তাক্ত অবস্থায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।#