যশোরে প্রকাশ্যে পথরোধ করে যুবককে ছুরিকাঘাত চাকুসহ সন্ত্রাসী আটক

যশোর প্রতিনিধি 
যশোরে প্রকাশ্যে শহরের বারান্দীপাড়া ফুলতলাস্থ এলাকায় শরীফ শেখ (২০) নামে এক যুবককে পূর্ব শত্রুতার কারনে গতিরোধ করে এলোপাতাড়ীভাবে মারপিটের এক পর্যায় ধারালো চাকু পেটে ঢুকিয়ে পালানোর  সময় স্থানীয় লোকজন রিপন নামে এক যুবকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আহত যুবকের বোন শহরের বারান্দীপাড়া কবরস্থান এলাকার শামীম শেখ এর মেয়ে  সামরিন আক্তার  প্রিয়া বাদি হয়ে কোতয়ালি থানায় রোববার বিকেলে মামলা করেছেন। মামলায় আসামী করেছেন  শহরের পুর্ব বারান্দীপাড়া ফুলতলা টিপুর বাড়ির ভাড়াটিয়া আহম্মেদ আলীর ছেলে রিপনকে।
মামলায় বাদি উল্লেখ করেন, রিপন এলাকায় সন্ত্রাসী প্রকৃতির লোক। চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। পূর্ব শত্রুতার জের ধরে রিপন প্রায়ই সময় বাদির ছোট ভাই শরীফ শেখকে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। শরীফ শেখ  ৯ জুলাই রোববার সকালে নিজ বাড়ি থেকে বারান্দীপাড়া ফুলতলা মোড়ে যাওয়ার পথে বারান্দীপাড়া ফুলতলাস্থ রিপনের ভাড়াটিয়া বাড়ির সামনে পৌছালে রিপন বাদির ভাইয়ের পথরোধ করে। পরে এলোপাতাড়ীভাবে কিল ঘুষি,চড় থাকা ও লাথি মেরে শরীরর বিভিন্ন স্থানে জখম করে। রিপন তার পকেট থেকে ধারালো চাকু দিয়ে শরীফ শেখকে হত্যার উদ্দেশ্যে পেটের ডান পাশে কিনডি বরাবর আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ছুরিকাহত শরীফ শেখ ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজনসহ অনেকে এগিয়ে এসে রিপনকে চাকুসহ হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে রিপনকে হেফাজতে গ্রহন করে।  রিপনের দখল হতে ধারালো চাকু জব্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপনকে সোমবার ১০ জুলাই দুপুরে আদালতে সোর্পদ করে।#