যশোরে সোনা চোরাচালান মামলায় দুই জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি 
যশোরে সোনা চোরাচালান মামলায় আটক দুইজনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলো, শার্শার গোগা বাবুপাড়ার মৃত ওয়াজেদ গাজীর ছেলে মিকাইল ও কালিয়ানী গ্রামের পশ্চিমপাড়ার আব্দুর রউফের ছেলে মনির হোসেন বাবু। সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহেম্মদ এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ মে বিকেলে গোগা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গোগা গ্রামের জোড়া পুকুর এলকায় অবস্থান নেন। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। ব্যাগের ভিতর থেকে ১২টি সোনার বার (যার ওজন  ১ কেজি ৪০২ গ্রাম) উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার মালেক গাজী বাদী হয়ে অপরিচিত ব্যাক্তিদের আসামি করে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই দুইজনকে আটক করে ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল সোমবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। #