যশোরে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি 

যশোরে প্রতারণার মাধ্যমে ডিপোজিটের টাকা আত্মসাত করায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের চুড়িপট্টির মৃত গোলাম সফিউদ্দিন চৌধুরীর ছেলে গোলাম সাইফুদ্দিন চৌধুরী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক গোলাম সাইফুদ্দিন চৌধুরীর পূর্বপরিচিত। সেই সুবাদে তার ব্যাংকে একটি হিসাব খুলে প্রতি মাসে ৬ হাজার ৫১৫ টাকা জমা দিলে ২০২৩ সালে মেয়াদ পূর্ণ হলে ১০ লাখ টাকা দেয়া হবে বলে জানান। ব্যবস্থাপকের কথায় রাজি হয়ে সাইফুদ্দিন তার ব্যাংকে একটি হিসাব খোলেন এবং প্রতি মাসে ৬ হাজার ৫১৫ টাকা করে চলতি বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত টাকা জমা দেন। ওই সময় ১০ লাখ টাকা দেয়ার কথা থাকলেও টাক দেয়ার সময় ব্যাংক থেকে ১ লাখ ৯ হাজার ৩৫৫ টাকা কম দেয়া হয়। সাইফুদ্দিন টাকা কম দেয়ার বিষয়টি জানতে চাইলে কোন সদুত্তর দেয়নি। অবশেষে ব্যবস্থাপককে লিগ্যাল নোটিশ দেয়া হয় টাক কম দেয়ার কারন জানতে চেয়ে। নোটিশ গ্রহন করে ব্যবস্থাপক কোন পদক্ষেন গ্রহণ না করায় এবং প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে তিনি আদালতে এ মামলা করেছেন। #