যশোরে বাপবেটাকে মারপিট নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি
ব্যবসা সংক্রান্তে পূবর্ শত্রুতার জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা ইট,বালি  ও মাটি ব্যবসায়ী মুনির হোসনে ও তার ছেলে মিজানুর রহমান তুষার এর মোটর সাইকেল গতিরোধ করে প্রকাশ্যে চাঁচড়া মধ্যপাড়াস্থ নিরিবিলি মাছের  হ্যাচারীর সামনে এলোপাতাড়ী মারপিট করে গরু কেনার নগদ ৯০হাজার টাকা কেড়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঈদের আগেরদিন ২৮ জুন রাতে মামলাটি করেন, যশোর শহরের চাঁচড়া ডালমিল পশ্চিম পাড়ার মৃত আব্দুল মাজেদ এর ছেলে মুনির হোসেন। মামলায় আসামী করেন, চাঁচড়া মধ্যপাড়ার আনোয়ার হোসেন সরদারের ছেলে জাহাঙ্গীর, সহোদর আলমগীর, সাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
মামলায় বাদি উল্লেখ করেন, তিনি ইট,বালি ও মাটির ব্যবসা করেন। ব্যবসা সংক্রান্তে পুর্ব শত্রুতার জের ধরে আসামীদের সাথে দীর্ঘদিন যাবত বাদিকেসহ তার পরিবারের লোকজনদেরকে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। বাদি ও তার ছেলে গত ২৬ জুন সাড়াপোল রুপদিয়া হতে কোরবানীর গরু দেখে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৫ টায় চাঁচড়া মধ্যপাড়াস্থ নিরিবিলি মাছের হ্যাচারীর সামনে পৌছালে উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো চাকু,লোহার রড,কাঠের লাঠিসহ বাদি ও তার ছেলের মোটর সাইকেলের গতিরোধ করে। আক্রোশে বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। জাহাঙ্গীর ধারালো চাকু দিয়ে বাদির বাম পায়ের হাটুর নিচে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। বাদির ছেলে মিজানুর রহমান তুষার ঠেকানোর চেষ্টা করলে আলমগীর ধারালো চাকু দিয়ে পিঠে আঘাত করে। সাহাঙ্গীর বাদির পকেটে থাকা গরু কেনার নগদ ৯০ হাজার টাকা কেড়ে নেয়। বাদি ও তার ছেলেকে এলোপাতাড়ীভাবে মারপিট করে জখম করে। পিতা পুত্রের ডাক  চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বাদিকে খুন জখমের হুমকী দিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজনের সহায়তায় বাদি ও তার ছেলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।#