যশোরে চলন্ত ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার চোর চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক হতে গ্যাস সিলিন্ডার চুরি করে ব্যাটারী চালিত ভ্যান যোগে পাচারকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১৯টি গ্যাস সিলিন্ডারসহ দুই চোরকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ডিবি’র এসআই সোলায়মান আক্কাস বাদি হয়ে গ্রেফতারকৃত দুই চোরসহ তিন চোরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করে কোতয়ালি থানায় সোমবার বিকেলে মামলা করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মানিকপুর গ্রামের মৃত খয়ের আলীর ছেলে হযরত আলী ও যশোর চাঁচড়া মল্লিকপাড়া সেকেন্দারের বাড়ির ভাড়াটিয়া মৃত রুস্তম আলীর ছেলে রাফসান আলী তাজু। এ সময় তাদের সহযোগী চাঁচড়া মধ্যপাড়ার হারুন অর রশিদের ছেলে আব্দুর রশিদ রাজাসহ অজ্ঞাতনামা ২/৩জন পালিয়ে গেছে।
মামলায় এসআই সোলায়মান আক্কাস উল্লেখ করেন, গত রোববার ২৫ জুন উক্ত এসআইসহ একটি টিম শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে ভোর রাত ৪ টায় বিশস্ত সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, একটি চোর চক্র অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক হতে গ্যাস সিলিন্ডার চুরি করে উক্ত চোরাই গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ব্যাটারী চালিক ভ্যানে করে ক্যান্টনমেন্টের দিক হতে যশোর চাঁচড়া অভিমুখে আসছে। ভোর  সোয়া ৪ টায় শহরতলী পালবাড়ী মুর্তির মোড়স্থ চাঁচড়া টু পালবাড়ি মুখি পাকা রাস্তার উপর পৌছালে সোর্সের দেওয়া তথ্য মতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ব্যাপারী চালিত ভ্যান পুলিশের দিকে আসতে দেখে দাড় করানোর জন্য সিগন্যাল দিলে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশ দেখে ভ্যান চালক এবং ভ্যানে থাকা অপর একজন পালানোর চেষ্টা কালে হযরত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ভ্যানে থাকা অপর আসামী আব্দুর রশিদ রাজা পালিয়ে যায়। গ্রেফতারকৃত হযরত আলীকে জিজ্ঞাসাবাদে সে জানায় রাস্তার বিটের নিকট থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছন দিক থেকে উঠে অভিনব কায়দায় উক্ত গ্যাস সিলিন্ডার রাস্তার পাশে ফেলে দিয়ে চুরি করেছে। চুরিকৃত গ্যাস সিলিন্ডার রাফসান আলীর তাজুর কাছে বিক্রি করে আসছে। পরে হযরত আলীর দেয়া তথ্য মতে রাফসান আলী তাজুকে গ্রেফতার করে। হযরত আলীসহ এই চক্র দীর্ঘদিন যাবত গ্যাস ভর্তি ট্রাকে অভিনব কায়দায় উঠে গ্যাস সিলিন্ডার রাস্তায় ফেলে দিয়ে চুরি করে। উক্ত গ্যাস সিলিন্ডার রাফসান আলী তাজুর কাছে বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করেছে।