চাঁদার টাকা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্দের হুমকির অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস
যশোর শহরের ঘোপ জেল রোডে চাঁদা না পেয়ে একটি বাড়ির নির্মণ বন্দের অভিযোগে দুইজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঘোপ জেল রোডের ফজলে আকবরের ছেলে প্রকৌশলী ফজলে রাব্বী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, সদরের নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলপাই মোড় এলাকার মোশারফ হোসেনের ছেলে আরাফাত হোসেন ও রাহাত হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, প্রকৌশলী ফজলে রাব্বীর বাড়ির নির্মাণ কাজ চলছে।  আসামি আরাফাত হোসেন কয়েকদিন আগে ফজলে রাব্বীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি আরাফাত হোসেন নানা ভাবে হুমকি দেয়। এরই মধ্যে তার বাড়ির উত্তর পাশের অংশে ছাদ ঢালাই কাজ শুরু করে। গত ১৯ জুন বিকেল ৩ টার দিকে আসামি আরাফাত হোসেন ও রাহাত হোসেন অপরিচিত ২/৩ জনকে সাথে নিয়ে ফজলে রাব্বীর কাছে চাঁদার টাকা দাবি করে।  চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা সিসি ক্যামেরার তার ছিড়ে ফেলে এবং নির্মণ কাজ বন্দ অন্যথায় খুন-জখমের হুমকি দিয়ে যায়।#