বিনোদন ডেস্ক : সদ্য দেয়া এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে, তার সঙ্গে দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর অধ্যায় পুরোপুরি শেষ গেছে। অর্থাৎ, তাদের ডিভোর্স হয়ে গেছে। অথচ চিত্রনায়িকা বুবলী বলছেন, রোজার ঈদের পরও নাকি তিনি ও শাকিব খান সন্তান বীরকে ছাড়াই একসঙ্গে থেকেছেন।
বুধবার ফেসবুকে লম্বা একটি পোস্ট দিয়ে এমন দাবি করেছেন শাকিব খানের এক ডজন ছবির নায়িকা ও প্রাক্তন স্ত্রী শবনম বুবলী। পোস্টে কিং খানের নাম উল্লেখ করে তাকে তুলোধোনা করে অনেক কিছুই লিখেছেন নায়িকা। চলুন তবে দেখে আসি বুবলী কী লিখেছেন-
‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলেন?’
‘কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কী!! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’
‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি..। শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি, টাইম স্পেন্ড করেছি..।’
‘কিন্তু কিছুদিন পর পর কী উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনো আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?’
‘এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কী নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন..। আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি..। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি..।
‘আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না..।’
‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়..।’
‘অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল..। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক, আমি অবশ্যই শুভকামনা জানাবো।
‘কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না..এবং শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন..।’
এর আগে সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেন, তার সঙ্গে বুবলীর অধ্যায় পুরোপুরি শেষ। তারা একসঙ্গে আর কখনো সিনেমাও করবেন না। এমনকি চলচ্চিত্রের বাইরে অন্য কোনো জায়গাতেও তাদের আর একসঙ্গে দেখা যাবে না। শুধু ছেলে শেহজাদের সঙ্গে দেখার করার সময় তাদেরও একসঙ্গে দেখা যেতে পারে।
এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খান পরিষ্কার করেই জানিয়েছেন, বুবলী তার জীবনে অতীত। কিন্তু কখনো সে কথার প্রতিবাদ করেননি বুবলী। বরাবরই চুপই থেকেছেন। এবার আর পারলেন না। লম্বা পোস্ট দিয়ে নায়িকা জানিয়ে দিলেন, তার সঙ্গে শাকিব খানের এখনো ডিভোর্স হয়নি।
২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০-এর মার্চে জন্ম হয় ছেলে বীরের। এসব খবর প্রকাশ হয় গত বছরের সেপ্টেম্বরে। এর কয়েকদিন পরই গুঞ্জন ওঠে, বিচ্ছেদ হয়ে গেছে শাকিব-বুবলীর। কদিন না যেতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই গুঞ্জনে সিলমোহর দেন শাকিব খান।
এর আগে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গেও শাকিব খানের গোপনে বিয়ে হয়। সন্তান আব্রাম খান জয়ের জন্মও হয় গোপনে। ২০১৭ সালে এসব খবর প্রকাশের পরই অপুকে তালাক দেন শাকিব। তারও অনেক আগে থেকে এখন পর্যন্ত শাকিব-অপুকে আর একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি।