যশোরের স্কুল পড়ূয়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি 
ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দিয়ে স্কুল পড়–য়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার ৮ মে রাতে মামলাটি করেন যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামের গৌরচন্দ্র দাসের ছেলে প্রদীপ দাস। মামলায় আসামী করেন, বগুড়া জেলার সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের রহিমের ছেলে ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় প্রদীপ দাস উল্লেখ করেন, তার মেয়ে বৃষ্টি রানী দাস (১৭) যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়াশুনা করতো। মোবাইল ফেসবুকের মাধ্যমে ইব্রাহিমের সাথে বাদির নাবালিকা মেয়ের পরিচয়। ইব্রাহিম পরিচয়ের পর থেকে বিয়ের জন্য প্রায়ই সময়ে বাদির মেয়েকে ফুসলাতো। বাদির মেয়ে গত ২৫ এপ্রিল নিজ বাড়ি হতে বের হয়ে যশোর শহরের উদ্দেশ্যে রওয়ানা করে। বেলা সাড়ে ১১ টায় স্কুল পড়–য়া শিক্ষার্থী সদর উপজেলার বসুন্দিয়া কলেজ মোড়স্থ রেলক্রসিং এর পাশে রাস্তর উপর পৌছালে ইব্রাহিমসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২/৩জন আসামী বাদির মেয়েকে ফুসলিয়ে গাড়ী যোগে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি তার মেয়ে বাড়িতে ফিরে না যাওয়া তাকে খোজাখুজি করাকালে জানতে পারেন উক্ত  ইব্রাহিম বাদির মেয়েকে অপহরণ করে নিয়ে অজ্ঞাতস্থানে আত্মগোপন করেছে। বাদির মেয়ের মোবাইল ও  ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। বাদি তার মেয়ে বৃষ্টি রানী দাসকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে মামলা করতে বাধ্য হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ স্কুল পড়–য়া শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। #