যশোরে কবি গুরু ১৬২ তম জম্মবার্ষিকী উপলক্ষে যশোরে নানা কর্মসূচি পালিত

যশোর প্রতিনিধি 
আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে. . . বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এ সঙ্গী কে সামনে রেখে গতকাল সোমবার যশোরে নানা কর্মসূচির  মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে কবি গুরুর ১৬২ তম জম্মবার্ষিকী। এ সব কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা, চিত্রাংকন প্রতিযোগীত, সনদ বিতরণ, কবিতা আবৃতি, নৃত্য,সংগীতসহ নান সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম। শিল্পকলা একাডেমির সহসভাপতি ফরাজী  সাঈদ আহমেদ বুলবুলে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিল্পকলা  জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু। পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে কবিতা আবৃত্তি,নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে  যশোর ২৫ টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। সংগঠন গুলো হল শিল্পকলা একাডিম, চাঁদের হাট, উদীচী, কিংশুক, সৃষ্ঠি সংগীত নিকেতন, মুক্তেশ্বরী, প্রত্যয় থিয়েটার, সুরবিতান,স্বরলিপি, সুরধুনী, শেকড়, তির্যক, বিবর্তন, পুনশ্চ, নৃত্যবিতান, সপ্তসুর, মা নৃত্যালয়,শব্দথিয়েটার, থিয়েটার ক্যানভ্যাস,স্পন্দন, শিল্পাঙ্গন,সুরনিকেতন, উৎকর্ষ ও বিদ্রোহী সাহিত্য পরিষদ।
এদিকে উদীচীর উদ্যোগে নিজস্ব কার্যালয় ডা. রুহুল হক খোকা মঞ্চে মুনশী রইসউদ্দিন অ্যাকাদেমির শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সাংস্কতিক অনুষ্টানের আয়োজন করে। নাচ, গান, তবলা, কবিতাসহ বিভিন্ন বিভাগের ৪৩ জন শিক্ষাথীর সনদ দেয়া হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচীর উপদেষ্ঠা বীর মুক্তি যোদ্ধা ড়া. ইয়াকুব আলী মোল্লা, সহসভাপতি কাজী বর্ণ উত্তম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব।
পুনশ্চ যশোর উদ্যোগে টাউন হল ময়াদানে সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম।
এছাড়া  শিশু একাড়েমিতে চিত্রাংকন প্রতিযোগীত অনুষ্ঠিত হয়েছে।