ইউক্রেন যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করেতে যুক্তরাষ্ট্রের উচিত হবে ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ইউক্রেন যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

চীন সফরকালে শনিবার এ আহ্বান জানান লুলা। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করে যুক্তরাষ্ট্রের উচিত হবে শান্তি আলোচনার কথা বলা।

এসময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তি প্রতিষ্ঠার কথা বলা শুরু করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। খবর বিবিসি ও এএফপির।

এদিকে ‘স্থানীয় কৃষি খাত সুরক্ষায়’ পোল্যান্ড ও হাঙ্গেরি শনিবার ইউক্রেনের কাছ থেকে শস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করেছে। তাদের বাজারে এসব পণ্যের অতিরিক্ত সরবরাহের কারণে দাম পড়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে চীন সফর নিয়ে আলোচনা করেছেন। ম্যাক্রোঁর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা শান্তি সম্মেলন আয়োজনের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ডিসেম্বরে একটি বৈশ্বিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।