বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিল শ্রমিক; বেরিয়ে আসলো ২০ কোটি টাকা মূলের পাঠাতন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০ কোটি টাকা মূলের পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। যার ওজন ৬৪ কেজি । শুক্রবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বাজার এলাকা থেকে ওই পাটাতনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডারগ্রাম বাজারের পাশে শাহিন আলম নামে এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিল শ্রমিকরা। মাটি খননের সময় পাথরের শিবলিঙ্গ রাখার পাটাতন বের হয়। এ সময় সেই পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার ওই পাটাতনের ওজন ৬৪ কেজি। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। আদালতের অনুমতি সাপেক্ষে পাটাতনটি প্রত্নতাত্নিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।