হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে জমির ধান কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
শুক্রবার ( ১৪ এপ্রিল) সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের মকসুদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর গ্রামের বর্তমান মেম্বার সবুজ মিয়ার সাথে সাবেক মেম্বার নোয়াজ আলীর দীর্ঘদিন যাবত জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সবুজ মেম্বারের লোকজন নোয়াজ আলীর জমিতে জোরপূর্বক ধান কাটতে গেলে, উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই একই গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল ( ৭০) নিহত হন। এছাড়া ও উভয়পক্ষের ১০ জন লোক গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া জানান,বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।