যশোরে ডিবি পুলিশের  হাতে ৪৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

যাশোর প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মঙ্গলবার ১১ এপ্রিল দুপুরে যশোরন চুড়ামনকাটি উত্তরপাড়া গামের ঈদগাহ জামে মসজিদের পূর্ব পাশে যশোর ঝিনাইদহ সড়কে একটি পিকআপ তল্লাশী করে ৪শ’ ৪২ বোতল ফেনসিডিলের চালান উদ্ধার করেছে। এসময় ফেনসিডিল নিজ দখলে রাখার অভিযোগে  ইসরাফিল নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ ফেনসিডিল বহনের অভিযোগে একটি নীল রংয়ের পিকআপ (ঢাকা মেট্টো-ন-১৯-৪৭০৭) জব্দ করেছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মঙ্গলবার ১১ এপ্রিল রাতে মামলা করেছেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস বলেন,গত মঙ্গলবার ১১ এপ্রিল দুপুরে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করার সময় দুপুর দেড়টারপর গোপন সূত্রে খবর পান ঝিনাইদহ জেলা হতে একটি পিকআপ গাড়ীতে মাদকবহন করে যশোরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর ২ টার সময় চুড়ামনকাটি উত্তরপাড়া গ্রামের ঈদগাহ জামে মসজিদের পূর্ব পাশে যশোর টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর পৌছালে ঝিনাইদহ থেকে যশোর গামী উক্ত রংয়ের একটি পিকআপ আসতে দেখেন। সিগন্যাল দিয়ে পিকআপটি থামালে জ্যাকেট পড়া ডিবি পুৃলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও তার পাশে বসা একজন লোকের মধ্যে থেকে ইসরাফিলকে ধরে ফেলে। তার স্বীকারোক্তি মোতাবেক গাড়ীতে থাকা ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ইসরাফিল পলাতক আসামীর নাম বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলতাফ মোল্লার ছেলে আশানুর রহমানের নাম পকাশ করেন। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। বুধবার ১২ এপ্রিল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।#