যাশোর প্রতিনিধি
মঙ্গলবার রাতে শহরের সিটি কলেজ এর খেলার মাঠের উত্তর পাশ্চিম দিকে মাঠের মধ্যে দেশীয় চাকু ও বার্মিজ চাকু নিয়ে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে উঠতি বয়সের দুই কিশোরী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে,শহরের সিটি কলেজপাড়ার হাসেম এর ছেলে শরিফুল ইসলাম মিলন ও একই এলাকার আবুল কাশেমের ছেলে ইয়াসিন আরাফাত। গ্রেপতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির এক এসআই জানান,মঙ্গলবার রাতে বিশেষ অভিযান করার সময় মণিহার মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান সিটি কলেজ এর মাঠের উত্তর পশ্চিম দিকে মাঠের মধ্যে উঠতি বয়সের যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ্রাত পৌনে ৯ টায় উল্লেখিতস্থানে পৌছানো মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী উঠতি বয়সের যুবকেরা পালানোর চেষ্টার এক পর্যায় শরিফুল ইসলাম ও ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের সামনে গ্রেফতারকৃত শরিফুল ইসলাম মিলনের পরনের প্যান্টের পকেট হতে ১টি বার্মিজ চাকু ও ইয়াসিন আরাফাত এর কোমরে গোজা অবস্থায় একটি ধারালো চাকু উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা দেন। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।#