আন্তর্জাতিক নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকশ গোপন নথি ফাঁস হয়ে গেছে। এসব নথি অনুযায়ী, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনারা অবস্থান করছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
ফাঁসকৃত নথিগুলোর মধ্যে ২২ মার্চের একটি নথিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের ১ জন সেনা অবস্থান করছেন।
তবে এসব সেনা ইউক্রেনের কোন অঞ্চলে অবস্থান করছেন এবং কী করছেন নথিতে তা উল্লেখ নেই ।
যুক্তরাজ্য ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে এগুলো ‘মারাত্মক পর্যায়ের ভুল’ তথ্য বলে দাবি করেছে দেশটি।
যুক্তরাষ্ট্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া নথিগুলো আসল। এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে। কিছু কিছু জায়গায় আসল তথ্য মুছে দিয়ে নকল তথ্য জুড়ে দেওয়া হয়েছে।