যশোর জেনারেল হাসপাতাল থেকে ইজিবাইক চুরি করে পালাবারকালে চোর গণধোলাইয়ের শিকার

বিশেষ প্রতিনিধি
যাশোর জেনেরাল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে ইজিবাইক চুরি করে পালাবার কালে লোকজনের সহায়তায় সুমন আলী  (৩০) নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালক সদর উপজেলার বিরামপুর কালীতলার জামাল আকুঞ্জির ছেলে হাসিব আকন রোববার ২ এপ্রিল রাতে কোতয়ালি থানায় মামলা  করেছে। মামলায় আসামী করা হয়েছে,গণধোলাইয়ের শিকার সদর উপজেলার শেখহাটি মোল্যাপাড়ার আলী হোসেনের ছেলে সুমন আলী। সোমবার ৩ এপ্রিল চোর সুমন আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় হাসিব আকন উল্লেখ করেন,বাদি নিজে ইজিবাইক চালক। শহরের বারান্দীপাড়া কবরস্থানের কাছে আহম্মদ আলীর ছেলে পিন্টুর নিকট হতে ইজিবাইক ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় ২ এপ্রিল রোববার দুপুর ১ টায় ইজিবাইক ভাড়া নিয়ে চালানোর জন্য দুপুর ২ টায় বাদি উক্ত ইজিবাইকটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে প্রশাসনিক ভবনের পাশে রেখে যাত্রী খোজার জন্য প্রশাসনিক ভবনের গেটে যায়। যাত্রী খোঁজার এক পর্যায় দুপুর ২ টা বেজে ১০ মিনিটে বাদি দেখতে পান ইজিবাইক চোর সুমন আলী ইজিবাইক চুরি করে নিয়ে যাচ্ছে। বাদি দেখে চোর চোর বলে ডাক চিৎকার করলে হাসপাতাল এলাকায় থাকা জনগন ইজিবাইকের গতিরোধ করে। চোর সুমন আলীকে আটক করে । পরে ইজিবাকের চালক হাসিব আকনের কাছে শুনে চোর সুমন আলীকে গণধোলাই দেয়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ইজিবাইক চোর সুমন আলীকে হেফাজতে গ্রহন করেন।#
যশোরে পুলিশের অভিযানে ফেনসিডিল
ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-২
বিশেষ প্রতিনিধি
পুলিশ ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,সদর উপজেলার বালিয়াডাঙ্গা (মান্দিয়া বটতলা) এলাকার মৃত উজ্জল শেখ এর ছেলে আখরাফ হোসেন,একই উপজেলার নরেন্দ্রপুর (মহাজ্জেল পাড়া) এর মহাসিন আলীর ছেলে সোহাগ হোসেন ও সদর উপজেলার বসুন্দিয়া মোল্লা পাড়া)’র মোশারফ হোসেনের ছেলে জোবায়ের হোসেন ওরফে রাজীব ওরফে রাজু ওরফে রাজিব হোসেন।
কোতয়ালি থানার এক এএসআইসহ একদল পুলিশ রোববার রাতে গোপন সূত্রে খবর পান বালিয়া ডাঙ্গা মান্দিয়া বটতলার গাঁজা বিক্রেতার আশরাফ হোসেনের বাড়ির উঠানে পৌছালে একজন ব্যক্তি পুলিশের পোশাক দেখে টের পেয়ে সু- কৌশলে পালানোর চেষ্টাকালে থানার ওই কর্মকর্তাসহ একদল পুলিশ গাঁজা বিক্রেতা আশরাফ হোসেনকে গ্রেফতার করে। এসময় আশরাফ হোসেনের দখলে থাকা ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার ২ এপ্রিল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর (মহাজ্জেল পাড়া) এর সোহাগকে তার বাড়ির উঠান থেকে আটক করে। পরে তার দখল হতে ১৩পিস ইয়াবা উদ্ধার দেখায়। এছাড়া, কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ রোববার ২ এপ্রিল রাত পৌনে ১১ টায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজারের বুড়ি ভৈরব ব্রীজের দক্ষিণ পাশের্^ জনৈক ইমরান হোসেন মিলনের মুরগী দোকানের সামনে বসুন্দিয়া হতে বারবার বাজারগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়ার মোশারফ হোসেনের ছেলে জোবায়ের হোসেন ওরফে রাজীব ওরফে রাজু ওরফে রাজিব হোসেন পালিয়ে যায়। এ সময় রাজুর ফেলে যাওয়া ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। #