বিশেষ প্রতিনিধি
তহুরা খাতুন রুপা (৩০) নামে এক গৃহবধূকে কু-প্রস্তাবের এক পর্যায় যৌন নিপীড়নের অভিযোগে লম্পট আমিনুর রহমান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার ১ এপ্রিল রাতে মামাটি করেন,পালবাড়ী গাজীর ঘাট রোড এলাকার শাওন রহমানের স্ত্রী গৃহবধূ মোছাঃ তহুরা খাতুন রুপা। মামলায় আসামী করেন, একই এলাকার হামিদের ছেলে আমিনুর রহমান। পুলিশ লম্পট আমিনুর রহমানকে গ্রেফতার করে রোববার ২এপ্রিল আদালতে সোপর্দ করেছে।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, আমিনুর রহমানের এবং বাদির বাড়ি পাশাপাশি। উক্ত যুবক দীর্ঘদিন পূর্ব হতে বাদিকে বিভিন্ন সময়ে উত্যক্ত করাসহ বাদিকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। বাদি লম্পটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট আমিনুর রহমানকে ধর্ষন করবে বলে হুমকী দিতে থাকে। গত শনিবার ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বাদি ইফতার করা শেষে তার ঘরের মধ্যে অবস্থান কালে আমিনুর রহমান ঘরের দরজা খোলা থাকার সুযোগে বাদির ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করে বাদিকে ঘরের মধ্যে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। বাদি রাজি না হলে লম্পট আমিনুর রহমান বাদিকে জাপটে ধরে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। বাদির ডাক চিৎকারে বাদির শ^াশুরী শিউলী বেগম পাশের রুম থেকে দ্রুত বাদির রুমে আসলে লম্পট যুবক বাদিকে ছেড়ে দ্রুত পালিয়েযায়। লম্পট আমিনুরের বিরুদ্ধে কোতয়ালি থানায় ইতিপূর্বে ৪টি মামলা রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।