যশোর সার্কিট হাউজের সামনে ধারালো হাসুয়াসহ দুই কিশোর সন্ত্রাসী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
শহরের মুজিব সড়কস্থ সার্কিট হাউজের সামনে গভীর রাতে সন্ত্রাসী কার্যকলাপের  জন্য অবস্থানের সময় ধারালো হাসুয়া ও লাঠিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। এরা হচ্ছে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার আরবপুর(সিএন্ডবি,ডিসি-এসপি এলাকা পি ডব্লিউ রেষ্ট হাউজের ভিতরে) আমজিয়ার গাজী ওরফে বাবলু হোসেনের ছেলে শুভ মেহেদী হাসান ও আরবপুর ( এসপি বাংলোর পিছনে মশিউর রোড) এলাকার মৃত আরিফ উদ্দিন ওরফে আহমাদ মিনার ছেলে আবু বকর আহমাদ। এ ঘটনায় থানার এসআই আব্দুর রহমান বাদি হয়ে শনিবার সকালে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।
মামলায় এসআই আব্দুর রহমান উল্লেখ করেন,শুক্রবার ৩১ মার্চ  রাতে তিনি ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল-১৪ ডিউটি করাকালীন রাত পৌনে ১২ টায় গোপন সূত্রে খবর পান শহরের মুজিব সড়কস্থ সার্কিট হাউজের দক্ষিণ পাশের রসনা সুইটস এর বিপরীত পাশের্^ পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়স্ক যুবক/ যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১২ টার পর ঘটনাস্থলে উপস্থিত হলে কতিপয় ব্যক্তি পোশাক পরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় শুভ মেহেদী হাসান ও আবু বকর আহমাদকে গ্রেফতার করে। এ সময় শুভ মেহেদী হাসানের হাতে থাকা একটি ধারালো হাসুয়া ও আবু বকর আহমাদের থাকে থাকা একটি কাঠের লাঠি উদ্ধার করে। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হলে শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।