যশোরের দুটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম

যশোর অফিস 
যশোরের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম। বৃহস্পতিবার দুপুর ৩টায় যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুর মোর্শেদ।
স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিশ্চিত করতে সরকার পাইলটিং হিসেবে সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রম হাতে নিয়েছে। চিকিৎসকগণ এসব চেম্বারে সরকার নির্ধারিত ফি নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। আজ যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুর মোর্শেদের সাথে যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মাদ নাজমুস সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৈকালিক চেম্বার কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী দিনে রোগীর উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। তবে যারা এসেছেন তারা সরকারের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, মাত্র ১৫০ টাকায় ডাক্তার দেখাতে পেরেছি। ডাক্তার অনেকক্ষণ ধরে আমার কথা শুনে ওষুধ লিখেছেন। এতে তারা সন্তুষ্ট।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানিয়েছেন, এ উদ্যোগের ফলে যারা শহরে যেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারেন না তারা উপকৃত হবেন। অচিরেই এ চেম্বারের মাধ্যমে সবধরণের চিকিৎনা প্রদান করা হবে।