যশোর পুরাতন কসবা কাজীপাড়ার ভবনের নীচতলার এক কক্ষে চুরির ঘটনায় মামলা

যাশোর প্রতিনিধি
শহরের পুরাতন কসবা কাজীপাড়ার ৪র্থ তলা নির্মানাধীন ভবনের নীচ তলার এক বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ অজ্ঞাতনামা চোরেরা ২৬ মার্চ সকাল ১০ টা হতে ২৮ মার্চ সকাল ১০ টার মধ্যে যে কোন সময় ভবনের নীচ তলার  বাদির বসত ঘরে ঢুকে নগদ টাকাসহ ১৭লাখ ৫১ হাজার ৫শ’ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার ২৮ মার্চ দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় অজ্ঞাতনামা চোরেরা উল্লেখ করে মামলাটি করেন, পুরাতন কসবা কাজীপাড়া বাসা  নং ৭৩৫ মৃত শরীফুর জালালের স্ত্রী মিসেস রোজি জালাল।
মামলায় বাদি উল্লেখ করেন, তিনি তার ৪র্থ তলা  নির্মানাধীন ভবনের নীচ তলায় বসবাস করেন। তিনি গত ২৬ মার্চ সকাল ১০ টায় বাদি তার ভবনের নীচতলার ঘরের দরজা জানালা বন্ধ করে তালা  লাগিয়ে ঢাকা বকশীবাজারে তার ছেলে শাকিবুল জালালের বাসায় বেড়াতে যায়। ঢাকায় ছেলের বাসা হতে বেড়াইয়ে ২৭ মার্চ রাত ১০ টায় নিজ বাড়িতে পৌছায়ে বাদি তার বেড রুমে শুয়ে পড়েন। পরের দিন ২৮ মার্চ সকাল ১০ টায় বাদি তার ছেলের  বেড রুম খুলতে যেয়ে দেখেন ভিতর হতে বেডরুমটি লক করা আছে। পরে বাদি বিষয়টি কোতয়ালি থানা পুলিশকে জানায়। থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছেছে এবং বাদি ও তার প্রতিবেশীদের উপস্থিতিতে বাদির ছেলের বেডরুমের দরজা ভিতর হতে আটকানো ছিটকারী লক ভেঙ্গে রুমে প্রবেশ করে। বাদিসহ উপস্থিত স্থানীয় লোকজনের সামনে থানা পুলিশ দেখেন ঘরের কাপড় চোপড় ও বিভিন্ন জিনিসপত্র ছড়ানো এবং ছিটানো অবস্থায় পড়ে আছে। ঘরে রক্ষিত কাঠের,স্টীলের আলমারী, ফাইল কেবিনেট এর তালা ভাঙ্গা ও খোলা। চোরেরা ড্রয়ারে রক্ষিত বাদির ও তার ছেলের বউ এ ব্যবহৃত স্বর্ণের ও ডায়মন্ডের বিভিন্ন গহনা  ও নগদ ২লাখ ৫৯ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরেরা তাদের চুরি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ফেলে রেখে চলে গেছে। পরে দেখেন নীচতলার ফ্ল্যাটের বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেঙ্গে বাদির ছেলের বেডরুমের ভিতর প্রবেশ করে  ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১১ ভরি ৫ আনা ওজনের স্বর্ণের গহনা ও ডায়মন্ডের রেসলেট ১টি,কানের দুল ১ জোড়া ও ২টি আংটি যার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা কালেও পুলিশ চুরির সাথে জড়িত কাউকে সনাক্ত কিংবা চোরাই যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।