যাশোর প্রতিনিধি
শহরের সিটি বলেজ পাড়া বৌ বাজার এলাকায় অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার সময় লিমন ও রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল নামে এক দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দখল হতে ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। লিমন শহরের চাঁচড়া ডালমিল আদর্শপাড়ার গফফার মিস্ত্রির ছেলে ও রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল শহরের চাঁচড়া মধ্যপাড়া বর্তমানে সিটি কলেজপাড়া বৌ বাজার ৩নং কলোনী লতা হিজলার বাড়ির পাশে ইনসান মিয়ার ছেলে । এ ঘটনায় বুধবার গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাশ জানান,মঙ্গলবার ২৮ মার্চ রাতে শহরে মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান শহরের পৌরসভা ১নং ওয়ার্ডের সিটি কলেজপাড়া বৌ বাজারস্থ জনৈক জুয়েল ইসলাম এর দর্জির দোকানের সামনে রাস্তার উপর দু’জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে রাত সাড়ে ১০ টার পর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদক ব্যবসায়ী লিমন ও রফিকুল ইসলাম ওরফে বড় রুবেল দৌড়ে পালানোর এক পর্যায় তাদেরকে গ্রেফতার করে। এ সময় লিমনের দখল হতে ৫০ পিস ও বড় রুবেলের দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার করে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করেন।