যশোরে পেশাদার মাদক  কারবারি রবিউল আমীন লিটন ফেনসিডিলসহ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
ফেনসিডিল ও ইয়াবা বেচাকেনা করার মাধ্যমে পিতার সম্পত্তিতে আলিশান বাড়ি ও দোকান নির্মাণ করে মাদক ব্যবসা এক মাত্র পেশা হিসেবে সমাজের কাছে চিহ্নিত রবিউল আমীন লিটন (৪৩) কে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশদ গ্রেফতার করেছে। সোমবার ২৭ মার্চ রাতে সেক্টর-৭,নতুন উপশহর রবিউল আমীন লিটন এর দ্বিতীয় তলা আলিশান বাড়ির সামনে থেকে ফেনসিডিল বেচাকেনার অভিযোগে গ্রেফতার করে। তার দখল হতে  ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে নতুন উপশহর সেক্টর-৭,ই-ব্লক বাসা নং ১০ এর ম ৃত রুহুল আমীনের ছোট ছেলে। এ ব্যাপারে সোমবার দিবাগত গভীর রাতে ২৮ মার্চ রাত ১২ টারপর কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার ২৮ মার্চ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার নামে কোতয়ালি থানায় ডজ্জনের উপরে মামলা রয়েছে। রবিউল আমীন লিটনের মূল পেশা ইয়াবা, ফেনসিডিল বেচাকেনা করা। সে মাদক বিক্রি করে পিতার সম্পত্তিতে বিশাল ব্যয় বহুল ভবন নির্মান করেছেন বলে ডিবি পুলিশ জানিয়েছেন। জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এএসআই শফিউর রহমান জানান,সোমবার ২৭ মার্চ রাতে গোপন সূত্রে খবর পেয়ে নতুন উপশহর সেক্টর ৭ এর বাড়ির নং ১০ এর রবিউল আমীন লিটনের বাড়ির সামনে অভিযান চালিয়ে ফেনসিডিল বেচাকেনারত অবস্থায় ৭ বোতল ফেনসিডিলসহ লিটনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ বলেছে, রবিউল আমীন লিটন ও তার বড়ভাই মিল্টনের মূল পেশা ইয়াবা ও ফেনসিডিল বেচাকেনা করা।  ই ব্লকের বাসিন্দারা দেখেও মাদক ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিটন ও মিল্টনের বাড়িতে ইয়াবা ও ফেনসিডিল সেবনকারীরা ভিড় জমায়। যাতে লিটন ও মিল্টন চিরতরে এই মাদক ব্যবসা হতে ফিরে তার জন্য পুলিশ প্রশানের কঠোর হস্ত কামনা করেছেন উপশহর ই ব্লকের বাসিন্দারা।#