যশোর প্রতিনিধি যশোর রামনগরে কিশোরকে হত্যা মারপিট ও হত্যা চেষ্টা অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছেন রামনগর সরদারপাড়ার মৃত গোলাম রব্বানীর ছেলে ওসমান গণি। আসামি একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে ইমরান। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ভাইপো রিফাতের (১২) সাথে আসামি ইমরানের পূর্ব শক্রতা চলছিলো। প্রায়ই হত্যার হুমকি দিতেন ইমরান। তার জেরে সোমবার দুপুরে রিফাত গোসল করে বাড়ি ফিরছিলেন। এমন সময় ইমরানের বাড়ির পেছনের রাস্তায় পৌছালে ইমরান গতিরোধ করে রিফাতের উপর হামলা চালায়। রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাত্ত ও হাড়ভাঙ্গা জখম করে। এ সময় রিফাতের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হত্যার হুমকি দিয়ে চলে যান ইমরান। পরে স্থানীয়রা উদ্ধার করে রিফাতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দী বলেন, ইমরানকে আটকে অভিযান অব্যাহত রয়েছে