যাশোর প্রতিনিধি
যশোরে কামরুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল এলাকার মৃত খোকা মিয়ার ছেলে ও কালেক্টরেট মার্কেটে তার মা বোরকা হাউজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মৃতের স্বজনরা বলছেন,৭ মার্চ শবে বরাতের রাত ৯ টার দিকে নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার সন্ধান করে ব্যর্থ হন পরিবারের লোকজন।
ভোর ৪ টার দিকে খবর পান কামরুলের নানী বাড়ি খুলনার ফুলতলায় নদীর পাশে কামরুল ইসলামকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তার নানী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর পরিবারের লোকজন খুলনায় যেয়ে তাকে ভোর ৫ টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টায় তার মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এ ব্যাপারে কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।