যশোর ব্যুরো
যশোরের মাদক কারবারি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল। ১ মার্চ বুধবার রাতে নড়াইলের বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাবের একটি চৌকসদল। আটক বিল্লাল হোসেন যশোর শহরের শংকরপুর এলাকার সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, বিল্লাহ হোসেন যশোর শহরের কুখ্যাত মাদক কারবারি। আসামী বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় সহ দেশের বিভিন্ন জেলার থানায় মাদক চোরাচালানের মামলা রয়েছে। ২০১১ সালের অক্টোবর মাসে বিল্লাল হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গোপালগঞ্জ ডিবি পুলিশ গ্রেফতার করে। ওই মামলায় জামিন পেয়ে বিল্লাল মাদক ব্যবসা চালু করে। ওই মামলার বিচারকার্য শেষে আদালত আসামি বিল্লাল হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। কিন্তু আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিল্লালের অবস্থান নিশ্চিত করে। এরপর নড়াইলের বৌবাজার এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।