যশোর প্রতিনিধি জাহিদুল যাদুর দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘শব্দে আঁকা ছবি’এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব বৃহস্পতিবার বিকালে যশোর ইন্সটিটিউটের ভূপতি মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যঞ্জন যশোরের সভাপতি মো.আনিসুজ্জামান পিন্টু।
ব্যঞ্জন যশোর আয়োজিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হায়দার আলী, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি ড. শাহনাজ পারভীন, যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সম্পাদক চুন্নু সিদ্দিকী। গ্রন্থ আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো.মুস্তাফিজুর রহমান, যশোর ইন্সটিটিউটের সহ সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন যশোর ইন্সটিটিউটের সহসাধারণ সম্পাদক রওশন আরা রাসু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, কবি রাজপথিক, কবি এমএ কাসেম অমিয়, কবি মানবেন্দ্র সাহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যঞ্জন যশোরের সহসভাপতি এস এম আব্দুর রব, নাসির উদ্দীন মিঠু, সাংগঠনিক সম্পাদক আসিফ খান। অরুণ মজুমদার ও নাজমুন নাহার রিনু’র উপস্থাপনায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কবি জাহিদুল যাদু।
কাব্য গ্রন্থ ‘শব্দে আঁকা ছবি’ থেকে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী কামরুল হাসান রিপন ও অহনা আহসান ।#