যশোরের আলোচিত ৭৪ ভরি সোনার গহনা ছিতাইয়ের ঘটনায় আটক তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি 
যশোরের বহুলালোচিত ৭৪ ভরি সোনার গহনা ছিনাতাইয়ের মামলায় আটক তিনজনের একদিন করে রিামন্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মণিরামপুরের পারখাজুরা গ্রামের মৃত নিমাই চন্দ্রের ছেলে রাম প্রসাদ দত্ত, শার্শার সেতাই গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ও সাতক্ষীরা সদরের সাতক্ষীরা গ্রামের মৃত শতকত গাজীর ছেলে বাবু গাজী।
মামলার অভিযোগে জানা গেছে, সাতক্ষীরা পাটকেলঘাটার খালিষখালী গ্রামের রনজিত দের পাটকেলঘাটা বাজারে আরধ্য জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি যশোর থেকে সোনার গহনা কিনে তার দোকানে বিক্রি করেন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর তিনি যশোর থেকে ৭৪ ভরি সোনার গহনা কিনে মোটরসাইকেল যোগে তার ছেলে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মণিরামপুর সড়কের সুতিঘাটা শ্মশানঘাট এলকায় পৌঁছালে একটি প্রাইভেট কারের ভিতর থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল ফেলে দেয়। এরপর তাদের একটি প্রাইভেট কারের মধ্যে ছেলেকে উঠিয়ে হত্যার হুমকি দিয়ে কাছে থাকা ৭৪ ভরি সোনার গহনা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায়। এ ঘটনায় রনজিত দে গত ২৫ জানুয়ারি যশোর কোতয়ালি থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ জড়িত কয়েকজনকে আটক ও ছিনিয়ে নেয়া কিছু গহনা উদ্ধার করে। আটক আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ। আটক আসামিদের আদালতের সোপর্দ করে ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। #