যশোর প্রতিনিধি
যশোরে কোতোয়ালি থানা পুলিশ দুটি বার্মিজ চাকুসহ জামাল বাদসা (২০),জুয়েল মৃধা (২২), তানভীর (২০), ও সাধন( ২১), নামে চার সন্ত্রাসীকে আটক করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার শহরের মুজিব সড়ক জাগরনি চক্রের সামনে থেকে তাদের আটক করে।
আটক জামাল বাদসা আইন উদ্দিনের ছেলে।জুয়েল মৃধা একই এলাকার আইন উদ্দিনের ছেলে। তানভির চাচড়া তেতুলতলার কাজী বাবুর ছেলে। সাধন বিশ্বাস চাচড়া রায়পাড়ার বিল্লালের ছেলে।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, বার্মিজ চাকুসহ আটক চারজনের বিরুূ্ধে আইন শৃঙ্খলাপরিস্থি বিগ্নের অপরাধে ূ্দ্রুত বিচার নিশ্পতি আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।