যশোর প্রতিনিধ
টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে ২২ তম জাতীয় নারী হ্যান্ডবলে শিরোপা জিতল বাংলাদেশ আনসার। যশোরে এক্সিম ব্যাংক ৩৪ তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার পর্দা নেমেছে গতকাল সোমবার। ৩৪ আসরের মধ্যে ২২ বার ট্রফি জিতে নিজেদের সক্ষমতার প্রমান দিলো আনসারের নারীরা। গতকালকের ফাইনালে মোটামুটি লড়াই হলো প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দাপুটে বাংলাদেশ আনসারের সামনে তেমন একটা সুবিধা করতে পারল না প গড় জেলা দল। তাদের হারিয়ে মেয়েদের জাতীয় হ্যান্ডবলের মুকুট ধরে রাখল বাংলাদেশ আনসার। সোমবার বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ আনসার দল। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৮-১১ গোলের ব্যবধানে। এ নিয়ে টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে ২২ বার জাতীয় হ্যান্ডবলে ট্রফি জিতল আনসার। গতবারের মতো এবারও আনসারের কাছে হেরে রানার্সআপ হওয়া পঞ্চগড়ের শিরোপা অপেক্ষা বাড়ল আরও। বাংলাদেশ আনসার (চ্যাম্পিয়ন) দলের আল্পনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ১৯৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার হলো ৩৪তম আসর। আনসার প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল দ্বিতীয় আসরে। সেবার অবশ্য তাদের দুটি দল লাল ও সবুজে ভাগ হয়ে অংশ নিয়েছিল। জিতেছিল লাল দল। এদিকে, প্রতিযোগিতায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ দল। প্রথম সেমিফাইনালে জয়ী হয়ে প্রতিযোগিতার ফাইনালে ওঠে বাংলাদেশ আনসার। অনসার ২৭-৩ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ পুলিশ দলকে। দ্বিতীয় সেমিফাইনালে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে প গড় জেলা দল। প গড় ৩২-১০ গোলের ব্যবধানে মাদারীপুর জেলা দলকে হারায়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও আনসার ও ভি ডি পি খুলনা রেে র উপপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী। সভাপতিত্ব করবেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক হিমাদ্রী সাহা মনি প্রমুখ।