যশোর অফিস: গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের খালধার রোডস্থ আখপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩টি চাকুসহ ৩ কিশোরকে আটক করা হয়েছে।
এরা হলো, সদর উপজেলার হামিদপুর বিসমিল্লাহ হোটেলের পেছনের ওমর আলীর ছেলে নুর নবী (১৯), ঝুমঝুমপুর সন্টুর মোড়স্থ সাংবাদিক সাক্কুর বাড়ির ভাড়াটিয়া ইব্রাহিম শেখের ছেলে আলীম উদ্দিন (১৯) এবং ঝুমঝুমপুর চান্দের মোড়ের শফিকুল ইসলামের ছেলে বর্ষণ (১৯)।
সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সূত্রে জানতে পারেন খালধার রোডস্থ আখপট্টি এলাকায় কতিপয় উঠতি বয়সী কিশোর-যুবক ক্ষমতার দাপট সৃষ্টির লক্ষ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে ফোর্স নিয়ে গেলে আসামিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তিনজনের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। #