যশোর অফিস বেনাপোল আইসিপি এলাকা থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপিসহ হান্নান ভূঁইয়া নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক হান্নান ভূইয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাজানকারা গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন নবনিযুক্ত অধিনায়ক অধিনায়ক,লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল,জানান, দীর্ঘদিন যাবত ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের জন্য বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করে আসছিল। এরই অংশ হিসেবে ১৫ ফেব্রুয়ারি হাবিলদার তোতা মিয়া এর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল হান্নান ভূঁইয়াকে আটক করে তার ব্যাগ তল্লাশি চালায় ওই রূপি উদ্ধার করা হয়।
আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং থানায় মামলা দেয়া হয়েছে।#