যশোর অফিস
যশোর পুলিশ আলাদা আলাদা অভিযানে গাঁজা ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের মোল্যাপাড়া আমতলা সিটি কলেজ পাড়া ফরিদ এর বাড়ির ভাড়াটিয়া আবু বক্কারের স্ত্রী মুনজৃরা ওরফে বুড়ি,সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে আক্তারুজ্জামান ও শহরের গাড়ীখানা রোড (আমীন হোটেলের পিছনে) বর্তমানে শহরের খালধার রোড (নিকারীপাড়া ফজলু ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া সেলিম হোসেন ওরফে কলেরা সেলিমের স্ত্রী সোহেল হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে তিনটি মামলা হয়েছে।
সদর ফাঁড়ী পুলিশ বুধবার রাত পৌনে ৮ টায় শহরের খালদার রোড নিকারীপাড়া ফজলু ড্রাইভারের ঘরের সামনে থেকে সোহেল হোসেন নামে এক গাঁজা বিক্রেতাকে ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে,চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে যশোর নড়াইল সড়কের চেকপোষ্টে আক্তারুজ্জামানকে একটি পুরাতন মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তার কাছে থাকা ৬পিস ইয়াবা ও ১পুরিয়া গাঁজা উদ্ধার করে। এছাড়া,সদর পুলিশ ফাঁড়ী,বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা মাফুজের বাড়ির সামনে থেকে মুনজুরা ওরফে বুড়িকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে।